নোয়াখালীতে করোনাভাইরাস আক্রান্ত কাজির মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিকাহ্ রেজিস্ট্রার এক কাজির মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 04:41 PM
Updated : 2 June 2020, 04:41 PM

মঙ্গলববার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার সময় এ হাসপাতালের সামনেই তার মৃত্যু হয় বলে মৃতের ছেলে জানিয়েছে।

৬৪ বছর বয়সী এ প্রয়াত চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকার সরকারি কাজি ছিলেন।

প্রয়াত কাজির ছেলে স্থানীয় সাংবাদিক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে তার বাবা মারা যান।

“বাবা গত কয়েকদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৩১ মে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়।

“আজ (মঙ্গলববার) রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের সামনে তার মৃত্যু হয়।”

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।

রাত সাড়ে ১০টায় চৌমুহনীতে স্বাস্থবিধি অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানানো  হয়েছে।