করোনাভাইরাস: ফেনীতে নতুন শনাক্ত ১৬ জন

ফেনীতে পৌর কাউন্সিলর ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 05:17 AM
Updated : 2 June 2020, 05:17 AM

সোমবার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ১৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে বলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান।

তিনি বলেন, এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭৫ জনে দাঁড়াল। নতুন আক্রান্তদের মধ্যে দাগনভূইয়া উপজেলায় ১৫ জন ও সদর উপজেলায় ১ জন রয়েছে; তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২ জন নারী। তাদের বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে।

এছাড়া সোমবার জেলার ৬ উপজেলায় নতুন করে ৭২ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুবাইয়েত বিন করিম বলেন, দাগনভূঞায় আক্রান্তদের মধ্যে এক স্বাস্থ্যকর্মী, পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলর ও তার স্ত্রী, এক মাদ্রাসার সভাপতি ও তার স্ত্রী রয়েছেন। এছাড়া উপজেলার ফাজিলের ঘাট এলাকার এক গাড়ি চালক, পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকার ৩ জন, রামনগর ইউনিয়নে ১ জন, ইয়াকুবপুর ইউনিয়নের ৪ জন রয়েছেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সরফুদ্দিন আহমেদ বলেন,

ফেনী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৫৯ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে ফেনী সদর ২০ জন, ছাগলনাইয়া ১৩ জন, সোনাগাজী ৮ জন, দাগনভূইয়া ৮ জন, পরশুরাম ৬ জন ও ফুলগাজীতে ৪ জন রয়েছেন।