মাদারীপুরে ১১টি বানরকে ‘বিষ দিয়ে হত্যা’

মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় ১১টি বানরকে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 04:24 AM
Updated : 6 May 2020, 04:24 AM

জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস সেনগুপ্ত জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা খবর পেয়ে চরমুগরিয়া গিয়ে ১১টি বানরকে মাটিচাপা দেওয়া অবস্থায় এবং একটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান।

তাপস বলেন, মঙ্গলবার দিনের কোনো এক সময় বানরগুলোকে খাবারের সঙ্গে বিষ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থ বানরটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে এর পেছনে কে বা কারা রয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

বন কর্মকর্তা বলেন, ঘটনাটা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

মাদারীপুর উন্নয়ন সংগ্রম পরিষদের আহ্বায়ক মাসুদ পারভেজ বলেন, “এটা খুবই অমানবিক। বানরগুলো মাদারীপুরের ঐতিহ্য। শত বছর ধরে এই বানরগুলো মানুষের প্রতিবেশীর মতই বাস করে আসছে। কেউ কখন বানর মারেনি। কিছু অমানুষ এই বানরগুলোকে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।”