মুন্সীগঞ্জে জেলি মিশ্রিত চিংড়িসহ আটক ৬

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় জেলি মেশানো আড়াই মেট্রিক টন গলদা চিংড়ি ও দুই মেট্রিক টন জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় দুইটি ট্রাক ও  ছয়জনকে আটক করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2020, 02:37 PM
Updated : 4 May 2020, 02:37 PM

খুলনার বাগেরহাট থেকে ঢাকা যাওয়ার সময় সোমবার ভোরে তাদের আটক করা হয় বলে লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল কবির বলেন, জেলি মেশানো আড়াই মেট্রিক টন গলদা চিংড়ি ও দুই মেট্রিক টন জাটকা দুইটি ট্রাকে মধ্যে ড্রামে ভরে ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপনে খবর পেয়ে সেগুলো আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করে হবে। আর জব্দ করা জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।