‘উপসর্গ ছাড়াই’ পাবনায় কর্মীর মৃত্যুতে বাকিরা কোয়ারেন্টিনে

কোনো ধরণের উপসর্গ ছাড়াই পাবনার বেড়া উপজেলা প্রশাসনের এক কর্মচারীর মৃত্যুর পর ‘আতঙ্কে’ অন্য সহকর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2020, 03:03 PM
Updated : 29 April 2020, 03:03 PM

বুধবার দুপুরে পাবনার বেড়ায় উপজেলা প্রশাসনের ওই কর্মচারী মারা যান।

মৃত ব্যক্তি (৪৮) বেড়া উপজেলা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন। তার বাড়ি সুজানগর উপজেলার বনকোলা গ্রামে।

এতে সেই অফিসের অপর চার কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, আক্রান্ত ব্যক্তি উপজেলা প্রশাসনের হোস্টেলে বসবাস করতেন।

“বুধবার বেলা ২টার দিকে হঠাৎ করে তিনি হোস্টেলে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান।”

করোনাভাইরাস বা অন্য কোনো রোগের লক্ষণ তার ছিল না জানিয়ে তিনি বলেন, “সে সম্পূর্ণ সুস্থ মানুষ। তাই তার মৃত্যুতে শঙ্কিত হয়ে পড়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।”

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরদার মিলন মাহমুদ বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে মারা যাওয়ায় তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা যায়নি।

“তবে আমরা কোভিড-১৯ পরীক্ষার জন্য তার সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।”