কুড়িগ্রামে ‘কোভিড-১৯’ উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় করোনাভাইরাসের  উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসরা জানিয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2020, 10:24 AM
Updated : 26 April 2020, 10:24 AM

রোববার ভোরে এই দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু দুটির মৃত্যু হয়েছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, ভোরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাঁওডাঙ্গা গ্রামের ৬ মাস বয়সী ছেলের মৃত্যু হয় ‘করোনাভাইরাস’ উপসর্গ নিয়ে।

“জন্মের পর থেকে শিশুটি অসুস্থ ছিল। সম্প্রতি তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন তার পরিবার। শিশুটি ও তার বাবার নমুনা সংগ্রহ করা হয়েছে।”

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম সায়েম জানান, উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার গ্রামের ৬ বছরের একটি মেয়ের তীব্র জ্বরসহ খিঁচুনি ছিল। ভোরে মেয়েটির মৃত্যু হয়।

“মেয়েটির বাবা কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন বলে স্থানীয়রা জানিয়েছে। শিশুটি এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।”