পিরোজপুরে তাবলিগফেরত বৃদ্ধের মৃত্যু জ্বর-গলাব্যথায়

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জ্বর ও গলাব্যথায় তাবলিগফেরত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 09:56 AM
Updated : 8 April 2020, 09:56 AM

বুধবার ভোরে শাঁখারীকাঠী ইউনিয়নের মাদুলিহারানিয়া গ্রামে নিজ বাড়িতে ৭০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে জানান ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান গাউস।

মৃত ব্যক্তির মেয়েজামাই সাংবাদিকদের বলেন, তার শ্বশুর চার মাস দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাবলিগ জামাতে কাটিয়ে গত ২৬ মার্চ বাড়ি এসেছিলেন।

“গত কয়েকদিন ধরে হালকা জ্বর ও গলাব্যথা ছিল; আজ ভোররাতে মারা যান।”

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার করতে পাঠানো হচ্ছে। একইসঙ্গে ওই এলাকা অবরুদ্ধ করার প্রক্রিয়া চলছে।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।