জয়পুরহাটে ‘চোরাকারবারির ছুরিতে আহত’ বিজিবি সদস্য

জয়পুরহাটে ‘চোরা কারবারিদের ছুরিকাঘাতে’ এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 08:00 AM
Updated : 11 Feb 2020, 08:01 AM

বিজিবির আটাপাড়া সীমান্ত ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু সাঈদ জানান, মঙ্গলবার ভোরে তাদের ফাঁড়ির কাছে ভীমপুর এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

আটক এনামুল হক (৩২) পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ক্যাম্প কমান্ডার সাঈদ বলেন, “মঙ্গলবার ভোরে বিজিবি টহল দলের সদস্যরা এনামুলসহ চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য চোরাকারবারিদের ধরতে গেলে আটককৃতরা বরুণ কুমারের বাম হাতে ছুরি মেরে পালানোর চেষ্টা করে।

“এ সময় টহল দলের এক সদস্য এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে অন্য চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে বিজিবি সদস্যরা এনামুলকে আটক রাখতে সক্ষম হন।”

আহত ল্যান্স নায়েক বরুণ কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বিজিবি ২০ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ মো. আনিসুল হক বলেন, এ ব্যাপারে তদন্ত করা হবে। চোরচালান রোধে বিজিবি আরও সতর্ক ও শক্ত অবস্থানে থাকবে।