সিরাজগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আনসার সদস্য নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমির বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 09:47 AM
Updated : 4 Feb 2020, 09:48 AM

রায়গঞ্জ থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, মঙ্গলবার সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মতিন (৫০) ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। বগুড়ায় আনসার ও ভিডিপির সদস্য হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ওসি পঞ্চানন্দ স্থানীয়দের বরাতে বলেন, ১০ শতক জমি নিয়ে নিশ্চিন্তপুর গ্রামের সাবান আলী ও শহিদুল ইসলামের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলায় বিচার চলছে। এই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে আনসার সদস্য মতিনের বুকে ধারালো অস্ত্রের আঘাত লাগে। তাছাড়া সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনসার সদস্য আব্দুল মতিন মারা যান।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।