মাগুরায় কৃষি-প্রযুক্তি মেলা শুরু

মাগুরায় তিন দিনের কৃষি-প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2020, 05:32 PM
Updated : 1 Feb 2020, 05:32 PM

শনিবার শহরের কালেক্টরেট মাঠে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

মেলা উপলক্ষে সকাল ১১টায় শহরের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে মেলায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ।

মেলায় ২০টি স্টল স্থাপন করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উদৎপাদন নিশ্চিতকরণের জন্য এ মেলা আয়োজন বলে জানান আয়োজকরা।