ভোমরা সীমান্তে স্বর্ণের বারসহ ‘চোরাকারবারি’ আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায় পাঁচটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে চোরাকারবারি বলছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 01:36 PM
Updated : 16 Jan 2020, 05:26 PM

বৃহস্পতিবার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্তের শশ্মানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. কবিরুল ইসলাম (৫০) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তের শশ্মানঘাট এলাকা সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালায়।

“ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্তের শশ্মানঘাট এলাকা থেকে কবিরুল ইসলামকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”

এই বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধার স্বর্ণের ওজন ৫০ ভরি এবং বাজার মূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।