বঙ্গবন্ধু স্মরণে পাহাড়ে অ্যাডভেঞ্চার উৎসব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2020, 11:15 AM
Updated : 11 Jan 2020, 11:15 AM

শনিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজ মাঠে পাঁচদিনব্যাপী এ  অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, “পার্বত্য তিন জেলায় পর্যটন বিকাশের অপার সম্ভাবনা থাকার পরও পরিকল্পনার অভাবে পর্যটন বিকাশ সম্ভব হয়নি। এ ধরনের অনুষ্ঠান পর্যটন বিকাশে ভূমিকা রাখবে।

“আমি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এ ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানাই।’

মুজিববর্ষকে সামনে রেখে পাহাড়ের উন্নয়নে ১৯৭৬ সালে যাত্রা শুরু করা সরকারি প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এ কর্মসূচির উদ্যোগ নেয়।

এ উৎসবে মাউন্টেইন বাইকিং, কায়াকিং, ক্যানিওনিং, কেভ ডিসকভারি, হাইকিং, ট্রেইল রান, রোপ কোর্স, টিম বিল্ডিং, টি ট্রেইল হাইকিং, সেইলিং বোটসহ বিভিন্ন প্রতিযোগিতার ইভেন্টে অ্যাডভেঞ্চার প্রিয় ক্রীড়াবিদরা  অংশ নেবেন  বলে জানিয়েছে আয়োজক।

বাছাই প্রক্রিয়ার মধ্য দেশি-বেদেশি একশ জনকে এ সব প্রতিযোগিতা জন্য নির্বাবচন করা হয়েছে; তার মধ্যে পাহাড়ি এলাকার ৩১ জন, দেশের অন্য এলাকার ৫৩ জন এবং ১৬ জন বিদেশি অংশ নেবার কথা রয়েছে বলছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পর্যটন শিল্পের উন্নয়ন ও অ্যাডভেঞ্চার কার্যক্রমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় ১১-১৫ জানুয়ারি তিন পার্বত্য জেলায় এ উৎসব শুরু হচ্ছে।

আগামী ১৫ জানুয়ারি রাঙামাটিতে উৎসবের সমাপনী দিনে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারকে ‘বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার সম্মাননা’ প্রদান করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) প্রকাশ কান্তি চৌধুরী।

এ অনুষ্ঠানে যোগ দিতে এসে  রাজাকারের তালিকা প্রসঙ্গে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, রাজাকারের নাম তালিকায় যেভাবে আছে সেভাবেই প্রকাশ করা হবে। কোন রাঘবোয়াল বা চুনো পুটিরও নামও বাদ যাওয়ার সুযোগ নেই।

সরকারি চাকরি করা রাজাকারের সন্তানদের ব্যাপারে সরকার কোন সিদ্ধান্ত নিচ্ছে কিনা জানতে চাইলে সাংবাদিকের মন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো ছিলেন প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া ফ্রান্সের এনি কুইন মেরী, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর কবীর।