বিরল কালিম পাখি আলতাদিঘীতে অবমুক্ত

বিরল প্রজাতির কালিম পাখি নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 11:56 AM
Updated : 29 Dec 2019, 12:21 PM

রোববার দুপুরে ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে নাটোর চলনবিল থেকে উদ্ধার করা চারটি কালিম পাখি অবমুক্ত করেন রাজশাহী বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম।

পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান লিটন জানান, পাখি অবমুক্ত করার সময় তিনি ছাড়াও নওগাঁর সহকারী বনসংরক্ষক মেহেদীজ্জামান, বনবিট কর্তকর্তা আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালিম পাখিকে ইংরেজিতে purple swamphen নামে ডাকা হয় এবং ৪৫ সেন্টিমিটার লম্বা এ পাখির বৈজ্ঞানিক নাম porphyrio porphyrio।। ৬৫০ গ্রাম গড় ওজনের মারকুটে পাখিটি দেখতে চকচকে নীলচে বেগুনি, কপাল-মাথাজোড়া আলতা রঙের। লেজের তলা কার্পাস তুলোর মতো সাদা। চোখের পাশে বৃত্তাকারে সাদাটে ছোপ। এই পাখিরা সব সময় যেমন সতর্ক থাকে, তেমনি যেন রেগেও থাকে। এদের প্রধান খাবার জলজ উদ্ভিদ-গুল্মের কচি নরম পাতা-ডগাসহ পদ্মফুলের ভেতরের অংশ, ব্যাঙের বাচ্চা, ছোট মাছ।