গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ‘সদস্য’ আটক

গাজীপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 07:47 AM
Updated : 10 Dec 2019, 07:47 AM

জেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা একত্রিত হওয়ার গোপন খবর পেয়ে গত সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

সে সময় দুইটি উগ্রবাদী বই ও দুইটি মোবাইল ফোনসেটসহ আটক মো. নুরউদ্দিন শেখ সিরাজগঞ্জের সদর উপজেলার গোটিয়া গ্রামের  বদিউজ্জামান শেখের ছেলে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার রাতে ভাওয়াল মির্জাপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালায়।

সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য নুরউদ্দিনকে আটক করা হয়। সে সময় দুইটি উগ্রবাদি বই ও  দুইটি মোবাইল ফোন আটক করা হয়েছে। তাছাড়া ফেইসবুকে ২৩টি উগ্রবাদী পোস্টেরও সন্ধান পেয়েছেন তারা।

জিজ্ঞাসাবাদে আটক নূর উদ্দিন র‌্যাব সদ্যদের কাছে নিজেকে একজন গবেষক হিসেবে দাবি করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।