বাবার কবরের উপর ছেলের শৌচাগার নির্মাণ চেষ্টা

বগুড়ার শাজাহানপুরে এক মুক্তিযোদ্ধার কবরের উপর তার ছেলের শৌচাগার নির্মাণ কাজ বন্ধ করে দিয়ছে প্রশাসন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 06:02 PM
Updated : 14 Oct 2019, 06:02 PM

শাজাহানপুর উপজেলার বারুনিঘাটা গ্রামে সোমবার এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন।

ইউ্এনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারুনিঘাটা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সেনাবহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তার খান দুই বছর আগে মারা গেছেন। এরপর বাড়ির পাশে তাকে কবর দেওয়া হয়।

“কিন্তু তার বড় ছেলে বগুড়া কাস্টমস বিভাগের ইন্সপেক্টর আব্দুর রউফ সোমবার কবরের উপর তার বাড়ির শৌচাগার ও  প্রাচীর নির্মাণ শুরু করেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিষয়টি মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনকে জানায়।”

ইউএনও বলেন, বিকালে তিনি সেখানে গিয়ে ওই শৌচাগার ও প্রাচীর ভেঙে দেন।

এ ব্যাপারে আব্দুর রউফ বলেন, “কবরের জায়গা দখল করে আমি কিছু করিনি।”

আব্দুস সাত্তার খানের অপর ছেলে আসাদ খান বলেন, “এর আগে এক কাজে আমি বাধা দিয়ে ব্যর্থ হয়েছি।”