সাঁকো থেকে খালে লাফিয়ে ছাত্রের মৃত্যু

গাজীপুরে গোসল করতে গিয়ে সাঁকো থেকে খালে লাফ দিয়ে সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা এক ছাত্র নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 03:11 PM
Updated : 11 Sept 2019, 03:11 PM

টঙ্গীর পশ্চিম গুটিয়া এলাকায় তুরাগ নদীর শাখায় খালে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান (১৯) গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশের বালাদিন আমিন আবাসন এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল্লাহ বিন হায়দারের ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোরের খুর্দ গ্রাম এলাকায়।

তিনি ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজ থেকে সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।  

নিহতের ভগ্নিপতি আব্দুল্লাহ আল আহসান বলেন, সম্প্রতি আব্দুর রহমান উত্তরার মাইল স্টেন কলেজ এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিলেন।

তিনি বলেন, বুধবার দুপুরে তিন বন্ধু মিলে তাদের বাসা থেকে স্থানীয় গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তুরাগের শাখা খালের পানিতে গোসল করতে যায়।

“খেলার ছলে আব্দুর রহমান খালের উপর দিয়ে যাওয়া সাঁকে থেকে পানিতে লাফ দিয়ে নিখোঁজ হয়। পরে তার খোঁজ না পেয়ে তার বাসা এবং টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।” 

টঙ্গী ফায়ার স্টেশনের লিডার (ডুবুরি) আশরাফুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে কোয়ার্টার কিলোমিটার দক্ষিণে খালের পানির নিচ থেকে রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাক, কান ও মুখ দিয়ে রক্তক্ষরণের আলামত রয়েছে।