ধর্ষণের দায়ে যাবজ্জীবন, দিতে হবে সন্তানের খোরপোষ

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় বরগুনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণসহ তিন লাখ টাকা জরিমানাও করা হয়।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2019, 05:34 PM
Updated : 6 August 2019, 05:34 PM

মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডিত বেল্লাল হোসেন স্বপন (২৭) বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের আজাহার ঘরামীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, বেল্লাল হোসেন স্বপন বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীকে ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি ধর্ষণ করেছেন। এরপর ওই নারী সন্তানসম্ভবা হলে আসামি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

একই বছরের ১৯ অগাস্ট বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ওই নারী।

পরে বরগুনা জেনারেল হাসপাতালে তার একটি ছেলের জন্ম হয়, যার বয়স এখন আড়াই বছর।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম মজিবুল হক কিসলু।

পিপি মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় না দেওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

“আড়াই বছরের ছেলেকে প্রতিমাসে তিন হাজার টাকা করে খোরপোষ দিতে হবে।”

পিপি আরও জানান, এছাড়া জরিমানার তিন লাখ টাকা আসামির কাছ থেকে বরগুনার জেলা ম্যাজিস্ট্রেট আদায় করে ভিকটিমকে দেবেন বলে রায়ের বলা হয়।