পাবনায় বজ্রপাতে দুই ছেলে ও বাবাসহ নিহত ৪

পাবনার বেড়া উপজেলায় পাট জাগ দেওয়ার সময় বজ্রপাতে দুই ছেলে ও বাবাসহ চারজন নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2019, 10:14 AM
Updated : 13 July 2019, 10:16 AM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফ আনান সিদ্দিকী জানান, চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের জুয়েল সরদারের ছেলে মোতালেব সরদার (৫৫), মোতালেবের দুই ছেলে ফরিদ উদ্দিন (২২), শরিফ উদ্দিন ও একই গ্রামের ফকির উদ্দিনের ছেলে রহম আলী (৫৫)।

ইউএনও আফিফ স্থানীয়দের বরাতে বলেন, তারা নিজেদের বাড়ির পাশের একটি ডোবায় বৃষ্টির মধ্যে পাট জাগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, “এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। পাচুরিয়া গ্রামের মোতালেব, তার দুই ছেলে ফরিদ ও শরিফসহ মোট চারজন বজ্রপাতে মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাব। কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে বের হতে পারছি না। বৃষ্টি কমলেই আমি রওনা হব।”