বাগেরহাট-ঝিনাইদহে বজ্রপাতে নিহত ২

বজ্রপাতে বাগেরহাটে দশ বছরের এক শিশু ও ঝিনাইদহে এক কৃষক মারা গেছে; এ ঘটনায় ভাইবোন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবাগেরহাট ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2019, 09:46 AM
Updated : 5 June 2019, 10:05 AM

বুধবার দুপরে বাগেরহাটের সদর উপজেলার পোলঘাট গ্রাম ও ঝিনাইদহের মহেশপুরে বাঁশবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে

মৃত মারিয়া আক্তার (১০) পোলঘাট গ্রামের ইলিয়াস শেখের মেয়ে। আর আব্দুল গাফ্ফার (৫৫) বাঁশবাড়িয়া গ্রামের গেন্দো ফকিরের ছেলে।

আহত রাজু শেখ (১২) পোলঘাট গ্রামের আলমাস শেখের ছেলে ও মেয়ে রাণী আক্তার (১০)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়ার পরিবারের বরাতে বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রদীপ কুমার বকসী বলেন,  বুধবার দুপুরে মারিয়া তার প্রতিবেশী রাজু ও রাণীন সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে তারা সবাই ওই ঘেরের একটি বাসায় আশ্রয় নেয়। এ সময় ওই বাসায় মধ্যে বজ্রপাত হলে তারা আহত হয়। 

“তাদের গুরুতর অবস্থায় সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করে। পরে বাকি দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।”

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বেলা ১টার দিকে কৃষক আব্দুল গাফ্ফার মাঠে গরু চড়াচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। বর্জ্রপাতে তার একটি গরুও মারা গেছে বলে ওসি জানান।