টেকনাফে ৯ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একটি নৌকা থেকে নয় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 09:48 AM
Updated : 2 June 2019, 10:08 AM

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল হাসান খান জানান, রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া পয়েন্ট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

কর্নেল ফয়সল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি বিশেষ দল নৌকায় করে নাফ নদীতে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি নৌকায় করে কয়েকজনকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়।

“ এ সময় নৌকায় থাকা পাচারকারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি করলে বিজিবিও পাল্টা গুলি করে। এক পর্যায়ে পাচারকারিরা নৌকাটি ফেলে নদীতে ঝাঁপ দেয়।”

এ সময় নদীতে জোয়ার থাকায় অনেক খোঁজাখুঁজির করেও পাচারকারিদের সন্ধান পাওয়া যায়নি বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।

তিনি বলেন, “ পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি করে নয় লাখ ৬২ হাজার ইয়াবা পাওয়া যায়; যার বাজারমূল্য আনুমানিক ২৮ কোটি ৮৬ লাখ টাকা। ”

উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ান দপ্তরে রাখা হয়েছে।