সুন্দরগঞ্জ উপজেলা ভোটে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 01:09 PM
Updated : 22 May 2019, 01:09 PM

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী জানান, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ছয় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইজন স্বতন্ত্র। অন্যরা বিভিন্ন দলের।

তাদের মধ্যে চেয়ারম্যান পদের পাঁচজন হলেন- জাপার আহসান হাবীব খোকন, আওয়ামী লীগের আশরাফুল ইসলাম, গণফ্রন্টের শরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন মওলা ও গোলাম আহসান হাবীব মাসুদ।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সম্পর্কে নির্বাচন কর্মকর্তা সেকান্দার বলেন, জাপার আসাদুজ্জামান মনি, স্বতন্ত্র আ. রাজ্জাক তরফদার, আল-শাহাদৎ জামান, ফেরদৌস শামীম, শওকত আলী, শফিউল আলম ও সুরজিত কুমার সরকার রাঙ্গা।

আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন জাপার হোসনে আরা বেগম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উম্মে সালমা, ফেরদৌসী বেগম, আল্পনা রাণী গোস্বামী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী।

এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ মে আর মনোনয়নপত্র বাছাই ৩০ মে। ভোট হবে আগামী ১৮ জুন।

নির্বাচন কর্মকর্তা সেকান্দার বলেন, এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ২১৮ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩৪১ আর মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন।