চাঁদপুরে বাস-অটো সংঘর্ষে ঝরলো ৬ প্রাণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার ছেলেসহ ছয়জনের প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 04:52 AM
Updated : 28 April 2019, 10:58 AM

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, উপজেলার কাকৈরতলা বাজার সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

এরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার পিপলকড়া গ্রামের রনজিত মজুমদার (৫৩), কচুয়ার ফখরুল ইসলাম (৭৫), শাহরাস্তির শাহপুর গ্রামের আবুল কালাম (৬০), কচুয়ার ভবানিপুরের জান্নাতুল ফেরদৌস (৩২), তার ছেলে রুম্মান হোসেন (৮) ও শাহজাহান (৫২)।

আহত আটোরিকশার চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ওসি বলেন, “কর্ডোভা পরিবহনের একটি বাস চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকার টঙ্গীতে যাচ্ছিল।পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মার যান আরও একজন।”

চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত প্রত্যেকের পরিবারকে ৩০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান।

ওসি বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।