গাজীপুরে জোড়া লাগানো শিশুর জন্ম  

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জোড়া লাগানো শিশুর জন্ম হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 05:43 PM
Updated : 7 April 2019, 05:43 PM

কাপাসিয়ার ‘শীতলক্ষ্যা জেনারেল হাসপাতালে’ রোববার বিকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ জোড়া শিশুর জন্ম হয়। মা ও শিশু সুস্থ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

উন্ন চিকিৎসার শিশু দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

শীতলক্ষ্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক মো. মুমিন এবং নার্স মোসাম্মত নাজমা বেগম জানান, বিকালে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মাসুদ রানার স্ত্রী রত্নাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

বিকালে গাইনি বিভাগের সার্জন ডা. হাসানুর রহমান সোহাগ ও অ্যানেসথেসিওলজিস্ট ডা. মোসলেম উদ্দিনের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন করা হয়।

ডা. সোহাগ সাংবাদিকদের বলেন, মেডিকেলের পরিভাষায় এ জাতীয় রোগীকে কনজয়েন টুয়িন (থোরাকো এবডোমিনোপিগাস) বলা হয়। দুজনই মেয়ে। তাদের নাভী থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো থাকলেও প্রত্যেকেরই দুটি হাত, দুটি পা, দুটি মাথাসহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থায় আছে। তাদের ওজন ৪ কেজি ৬০০ গ্রাম।

আমাদের দেশে এখন এ জাতীয় রোগীদের অপারেশনের মাধ্যমে আলাদা করা সম্ভব বলে তিনি জানান।

এ দুই শিশুর বাবা মাসুদ রানা একটি তৈরি পোশাক কারখানার কর্মী। তাদের সাত বছরের একটি মেয়েও আছে।

রানা বলেন, “এমন জোড়া লাগানো জমজ শিশু জন্মের পর আমি অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি। এ জাতীয় অপারেশন কোথায় কীভাবে করাতে হয় এবং কী পরিমাণ খরচ পড়বে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”

এ ব্যাপারে সরকারি বা বেসরকারি সহায়তার আবেদন করেছেন তিনি।