টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মচারী কারাগারে

কিশোরগঞ্জের মিঠামইনে গ্রাহকের অর্ধকোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের এক কর্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2019, 02:39 PM
Updated : 4 April 2019, 02:43 PM

জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আব্দুন নূর এ আদেশ দেন বলে পুলিশ জানিয়েছে।

আসামি শিপন মিয়া কৃষি ব্যাংকের মিঠামইন শাখায় ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তিনি মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের কাকুয়া গ্রামের মজলিশ মিয়ার ছেলে।

আদালতের জিআরও এএসআই আবু সাঈদ বলেন, কৃষি ব্যাংক কিশোরগঞ্জ শাখার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুর রহমান বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে শিপন মিয়াকে আসামি করে বুধবার মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেছেন।

“এরপর রাতে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন শিপন মিয়াকে পুলিশ আটক করে।”

এসআই সাঈদ জানান, মামলায় শিপন মিয়ার বিরুদ্ধে গ্রাহকদের ৫৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। বিকালে আদালতে হাজির করলে আসামির পক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি।

ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, শিপন মিয়া প্রবাসীদের পাঠানো টাকা দেওয়ার স্লিপ নকল করে ভুয়া পিন নম্বর বসিয়ে নিজস্ব লোকদের গ্রাহক সাজিয়ে এ টাকা আত্মসাৎ করেছেন।

মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী বলেন, শিপন মিয়া পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। দায়েরকৃত মামলাটি দুদক তদন্ত করবে।