পাবনার বাসায় গৃহবধূর লাশ, স্বামী পলাতক

পাবনা শহরের বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2019, 11:22 AM
Updated : 16 March 2019, 11:22 AM

সদর থানর পরিদর্শক (অপারেশন) জালাল উদ্দিন জানান, শহরের সুতাপট্টির একটি বাড়ি থেকে শনিবার বেলা ২টার দিকে বিথী আকতার সাজু (৪০) নামে এই গৃহবধূর লাশ উদ্ধার করেন তারা।

সাজু সদর উপজেলার কোলাদী জামতলা এলাকার বিদ্যুৎ মিস্ত্রি জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী।

সাজুর মা সাহেদা খাতুন বলেন, বছর দশেক আগে প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলে সাজু ভুট্টোকে বিয়ে করেন।

“সম্প্রতি তারা সুতাপট্টির একটি বাড়ির পাঁচতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শনিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে এসে এই অবস্থা দেখছি। আমার মেয়েকে তার দ্বিতীয় স্বামী ভুট্টো হত্যা করতে পারে বলে ধারণা করছি।”

পরিদর্শক জালাল পরিবার ও স্থানীয়দের বরাতে বলেন, সুতাপট্টির ওই বাড়িতে মাস চারেক আগে তারা বাসা ভাড়া নেন। শনিবার দুপুরে পাশের বাসার লোকজন গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

“কয়েক দিন আগে ভুট্টো তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

সাজুর প্রথম পক্ষে হিমেল রানা নামে ১৫ বছরের একটি ছেলে রয়েছে।

হিমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা আমার মাকে হত্যা করেছে বলতে পারছি না। তবে ভুট্টো আমার মাকে হত্যা করতে পারে বলে ধারণা করছি।”

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।