ভোলায় ৪৫ জেলের সাজা

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ৪৫ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 01:32 PM
Updated : 14 March 2019, 01:32 PM

কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়।

“তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এক জেলেকে এক বছর কারাদণ্ড দেন। অন্য ৪৪ জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেন।”

সরকার মাছের বংশ বিস্তারে সহায়তা হিসেবে প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনার ১০০ কিলোমিটারজুড়ে মাছ ধরা নিষিদ্ধ করেছে।

কোস্টগার্ড কর্মকর্তা শাকিল বলেন, এই নিষেধাজ্ঞা অমান্য করে ওই জেলেরা মেঘনায় মাছ ধরছিলেন। এ কারণে আদালত তাদের সাজা দিয়েছে।