বান্দরবানে বিষের বোতলসহ পাড়াপ্রধানের লাশ উদ্ধার

বান্দরবানে ঝিরি থেকে বিষের বোতলসহ এক পাড়াপ্রধানের লাশ উদ্ধার করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2019, 08:27 AM
Updated : 21 Feb 2019, 08:27 AM

রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, বৃহস্পতিবার সকালে চাইরাগ্র উপরপাড়ায় স্বজনরা উচমং মারমার (৪১) লাশ খুঁজে পান।

উচমং উপরপাড়ার কারবারি বা পাড়াপ্রধানের দায়িত্বে ছিলেন।

বুধবার সকালে বাড়ির কাছে বাগানে কলা কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন তিনি। বাড়ি ফিরতে দেরি হলে সন্ধ্যার দিকে স্বজনরা তাকে খুঁজতে বের হন।

ওসি আবুল কাসেম বলেন, “বৃহস্পতিবার সকালে পাড়া থেকে দেড় কিলোমিটার দূরে একটি ঝিরিতে তাঁর লাশ মেলে।

“লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখে ফেনা ও বমি ছিল।”

তবে কেন, কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, “ওই পাড়ায় কারবারি পদ নিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে উচমং মারমার দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।”

লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।