কুমিল্লায় অটো-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

কুমিল্লায় মনোহরগঞ্জ উপজেলায় অটোরিকশা ও কভার্ডভ্যানের সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 09:17 AM
Updated : 3 Feb 2019, 09:17 AM

লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো.শাফায়েত উল্লাহ জানান, উপজেলার খিলাদক্ষিণ বাজার এলাকার কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৭০), উপজেলার সরসপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে লাকসাম কলেজের ছাত্র রিয়াদ (২০)।

আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের বেলঘর গ্রামের জসিম উদ্দিন (৪০), চাটিতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হিরণ (৩২) মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (১৭) ও বাইশগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ আলী মিঠু (১৮)।

তাদের লাকসামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এসআই জানান।

তিনি বলেন, নাথেরপেটুয়া থেকে থেকে লাকসামগামী অটোরিকশার সঙ্গে ঢাকা থেকে নোয়াখালীগামী মালবাহী একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

লাশ আপাতত পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান এসআই।