ছয় জেলায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৯ জন

নোয়াখালী, ফরিদপুর, নেত্রকোণা, মাগুরা, ঝিনাইদহ ও লক্ষ্মীপুরে দুর্ঘটনায় শিশুসহ নয় জন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 05:55 PM
Updated : 21 Jan 2019, 05:55 PM

এর মধ্যে নোয়াখালীতে চার জন, মাগুরায় দুইজন এবং ফরিদপুর, নেত্রকোণা ও ঝিনাইদহে একজন করে নিহত হন। লক্ষ্মীপুরে আহত হন ২০ জন।

সোমবার এসব দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

নোয়াখালী

বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে বাস চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুই জন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসে মোল্লা জানান, দুপুর আড়াইটার দিকে চৌমুহনী-লাকসাম বাইপাস সড়কের মিরওয়ারিশপুরের রাশেদিয়া মাদ্রসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নূর নাহার আক্তার লাবলী (২৮) বেগমগঞ্জ উপজেলার লারপুর গ্রামের সামছুল ইসলাম সেলিমের স্ত্রী। অপর তিন জনের পরিচয় জানা যায়নি।

আহত একই উপজেলার আমানুল্লাহপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জামাল হোসেন ও লালপুর গ্রামের আবুল ছোবহানের ছেলে নাজিমুল হককে ঢাকা পাঠানো হয়েছে।

ওসি জানান, চৌমুহনী-লাকসাম বাইপাস সড়কের মিরওয়ারিশপুরের রাশেদিয়া মাদ্রসার সামনে ঢাকা থেকে জেলা শহর মাইজদীগামী হিমাচল পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়।

এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক নারী যাত্রী নিহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়।

ফরিদপুর

ভাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মটোরসাইকেল আরোহী নিহত এবং আরেক আরোহী আহত হয়েছেন।

দুপুরে চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর

নিহত রবিনের (২৮) বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত সাব্বির হোসন (৩০) মাদারীপুরের কালকিনী উপজেলার ধোয়াশা গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নিত্য রঞ্জন মল্লিক বলেন, ঢাকামুখী ওই মোটরসাইকেলকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে রবিন ঘটনাস্থলে নিহত হন।

আহত সাব্বিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

নেত্রকোণা

নেত্রকোণার মদন উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে।

বেলা পৌনে ২টার দিকে উপজেলার তিয়শ্রী গ্রামে এই দুর্ঘটনা হয়।

নিহত প্রিয়ন্তী বর্মন (৩) তিয়শ্রী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মনের মেয়ে।

মদন থানার ওসি রমিজুল হক বলেন, তিয়শ্রী গ্রামে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল প্রিয়ন্তী। এ সময় তিয়শ্রী বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মদনের দেওয়ান বাজারে যাওয়ার সময় প্রিয়ন্তীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

মাগুরা

মাগুরায় পৃথক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন।

সদর উপজেলার নলদাহ গ্রামে সকালে ইট বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

এছাড়া মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীকন্দর এলাকায় বাস চাপায় আপন বিশ্বাস (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে ও স্থানীয় হাজীপুর সম্মিলনী কলেজের এইচএস সি পরীক্ষার্থী। নিহত আপন রাজবাড়ি জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে তমাল হাজীপুর সম্মিলনী কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় নলদাহ মোড়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

“এতে মোটরসাইকেল থেকে ছিটকে তিনি ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।”

ওসি বলেন, দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীকন্দর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় আপন বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হয়।

ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু হয়েছে।

উপজেলার বাড়িবাথান গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী মিজানুর রহমান জানান।

নিহত শিমুল হোসেন (১৮) ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

ওসি বলেন, শহরের করাতিপাড়া গ্রাম থেকে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন শিমুল।পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়।

“পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।”

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলায় আরেক গাড়িকে পাশ কাটাতে গিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

উপজেলার যাদৈয়া এলাকায় সোমবার সকলে এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি শাহজাহান খান জানান।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

“এতে অন্তত ২০ আহত হন। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।”

দুর্ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক রয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।