গোবিন্দগঞ্জে শিয়ালের কামড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আহত হওয়ার একদিন পর এক যুবকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 03:23 PM
Updated : 11 Nov 2018, 03:23 PM

তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে শুক্রবার আব্দুল বাতেন মিয়াসহ (৪০) চার জনকে কামড়ায় একটি শিয়াল।

বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

বাতেন সমসপাড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে।

আহতরা হলেন সমসপাড়া গ্রামে শফিকুল ইসলামের মেয়ে শান্তি (১৩), উত্তরপাড়ার জাফিরুল শেখের ছেলে এনামুল শেখ (২০) ও মনিরুল ইসলামের ছেলে মিলন মিয়া (১৫)।

তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও তালুককানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বলেন, বাতেন গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি ধানক্ষেত দেখতে গেলে একটি শিয়াল অতর্কিতে তাকে আক্রমণ করে এবং মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে।

আতিক বলেন, এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে শিয়ালটি তাদেরও আক্রমণ করে। এতে এক কিশোরীসহ আরও তিন জন আহত হয়।

পরে গ্রামবাসী ধাওয়া করে শেয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে বলে জানান আতিক।