কবি শামসুর রাহমানের জন্মদিনে নানা আয়োজন

কবিতা, গান, আবৃত্তি ও আলোচনায় সাতক্ষীরায় কবি শামসুর রাহমানের জন্মদিনের অনুষ্ঠান করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 05:16 PM
Updated : 23 Oct 2018, 05:16 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে ‘প্রাণকেন্দ্র, সাতক্ষীরা’ আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণকেন্দ্র-এর প্রধান সংগঠক সাংবাদিক আমিনা বিলকিস ময়না।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। আলোচনা করেন কবি গাজী শাহজাহান সিরাজ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তনিমা ঢালী, সুপ্তি বিশ্বাস, সুজিত পাল প্রমুখ।

আবৃত্তি করেন ইমতিয়াজ, মারজান ও প্রজ্ঞা পারমিতা।

কবিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন কবি নিশিকান্ত ব্যানার্জী ও কবি আবু সালেক।

আলোচকরা শামসুর রাহমানের কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে শামসুর রাহমানের জন্ম হয়। ২০০৬ সালের ১৬ অগাস্ট তার মৃত্যু হয়।