পাঁচ ফেরি দিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি পারাপার

নাব্যতা সংকটের কারণে তিনদিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পাঁচটি ফেরি দিয়ে পারাপর শুরু করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 07:47 AM
Updated : 7 Oct 2018, 07:47 AM

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পথে সব ফেরি চলাচল বন্ধ ছিল বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ শাহ বরকতউল্লাহ জানান।

তিনি বলেন, “সকাল ৭টায় শিমুলিয়া ঘাট থেকে ফেরি ‘কুমিল্লা’, ‘ফরিদপুর’ ও কপোতি কাঁঠালবাড়ি ঘাটে ছেড়ে যায়। আর কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ‘কাকলি’ ও ‘কিশোরী’ শিমুলিয়ায় আসে।”

পদ্মা নদীতে উজানের ঢলে প্রচুর পরিমাণে পলি আসায় ফেরি চলাচলের চ্যানেলে তীব্র নাব্যতা সংকট দেখা দিয়েছে; এতে বেশ কিছুদিন ধরেই ফেরি চলাতে হিমশিম খেতে হচ্ছে।

বরকত উল্লাহ জানান, নাবত্যা সংকট কাটাতে ইতোমধ্যে ড্রেজিং শেষ হলেও ড্রেজারের পাইপ ও বয়া সরিয়ে নেওয়া হয়নি। এগুলো সরিয়ে নেওয়া হলে ফেরিগুলো আরও ভালভাবে চলতে পারবে।

মাওয়া পুলিশ ফাঁড়ির এসআই আরমান হোসেন বলেন, পরীক্ষামূলকভাবে ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে কম লোডে ছোট ফেরি দিয়ে সার্ভিস সচল করা হয়েছে। আপাতত বড় গাড়ি ও ট্রাক পারপার বন্ধ রাখা হয়েছে।

ঘাটে এখনও তেমন গাড়ি আসা শুরু করেনি জানিয়ে তিনি বলেন, শিমুলিয়া প্রান্তে এখন একশ’র মত গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।