দুধের মধ্যে ট্যাংরা মাছ, একজনকে ৩ মাসের দণ্ড

সিরাজগঞ্জে ভেজাল দুধের মধ্যে জীবন্ত টেংরা মাছ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে তিন মাসের দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 10:23 AM
Updated : 6 Oct 2018, 10:25 AM

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. আরিফুজ্জামান জানান, শনিবার সকালে আব্দুল মোত্তালেব নামে এক দুধ বিক্রেতাকে এই দণ্ড দেওয়া হয়।

মোত্তালেবের বাড়ি জেলার রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায়।

ইএনও বলেন, ভেজালবিরোধী অভিযান চালানোর সময় উপজেলার দহকুলা নদীর ঘাটে মোত্তালেবকে আটক করা হয়।

“মোত্তালেব প্রতিমণ দুধে আট কেজি করে পানি মেশাচ্ছিলেন। তাকে হাতেনাতে ধরা হয়। ওই দুধ প্রকাশ্যে ধ্বংস করার সময় তার ভেতর থেকে একটি জীবন্ত ট্যাংরা মাছ বেরিয়ে আসে। ওই দুধ ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।”

ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেয় বলে তিনি জানান।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর এস এম শহিদুল ইসলাম রন্টু, উল্লাপাড়া থানার এসআই নূরে আলম সিদ্দীকিসহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।