জনবল সংকটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

নবগঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনবল সংকটে ভুগছে বলে জানিয়েছেন কমিশনার ওয়াইএম বেলালুর রহমান।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 08:59 AM
Updated : 24 Sept 2018, 11:42 AM

তিনি বলেন, এখানে এক হাজার ১৫২ জনের লোকবল বরাদ্দ হলেও এখন পর্যন্ত মাত্র ৬৯৯ জন যোগ দিয়েছেন।  এর আগে এখানে মেট্রোপলিটন পুলিশ চালুর আগে জেলা পুলিশ প্রায় এক হাজার ৮০০ লোক নিয়েও হিমশিম খেয়েছে।

“এই পরিস্থিতিতে জেলা পুলিশ থেকে লোকবল ধার করে চলতে হচ্ছে। শিল্প পুলিশও যথেষ্ট সহযোগিতা করছে।”

সংকট কাটিয়ে উঠতে তাদের আরও দুই হাজারের মত লোক দরকার বলে তিনি জানান।

২০১৩ সালের ১৬ জানুয়ারি ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় দেশের ১১তম এই সিটি করপোরেশন। ২০১৭ সালের অক্টোবরে গঠিত হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আর এ বছর ১৬ সেপ্টেম্বরে আটটি থানা নিয়ে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু।