কক্সবাজার সৈকতে ছিনতাইকালে আটক ৫

ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা এক পর্যটক দম্পতির মালামাল ছিনতাইকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2018, 05:26 PM
Updated : 23 August 2018, 05:26 PM

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত সুপার খন্দকার ফজলে রাব্বী।

আটকরা হলেন রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের মেরংলোয়ার আকতার মিয়ার ছেলে মো. ইসমাঈল (১৯), মধ্যম মেরংলোয়ার নুরুল হকের ছেলে মো. সেলিম (১৮) এবং জোয়ারিয়ারনালার রাবার বাগান এলাকার আনোয়ার হোসেন রানার ছেলে আরিফ হোসেন (১৮), মো. শাকিলের ছেলে মো. রোমান ও মো. সালামতুল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী বলেন, ঈদের ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের টহল দল কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে পৌঁছালে ঝাউ বাগানের পাশে এক পর্যটক দম্পতি চিৎকার শোনায় যায়।

"এ সময় ট্যুরিস্ট পুলিশের টহল দলের সদস্যরা এগিয়ে গেলে পর্যটক দম্পতিকে ঘিরে থাকা ৭/৮ জন যুবক দৌড় দেয়। পুলিশের সদস্যরা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।"

আটকদের কাছ থেকে ছিনতাই হওয়া তিনটি মোবাইল ও তিন হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান জানান ফজলে রাব্বী।