মাদারীপুরে গৃহবধূকে ‘মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ’ গ্রেপ্তার ১

মাদারীপুরের শিবপুর উপজেলায় এক গৃহবধূকে ‘মেরে ফেলার ভয় দেখিয়ে’ ধর্ষণের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2018, 09:49 AM
Updated : 9 August 2018, 10:00 AM

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া জানান, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর গ্রামের এক দিনমজুরের স্ত্রী বুধবার রাতে উপজেলার তালুকদারকান্দি গ্রামে ধর্ষিত হন বলে বৃহস্পতিবার সকালে মামলা করেন।

মামলার আসামি চুন্নু বেপারী (৫৫) শিবচরের ভদ্রাসন গ্রামের সুলতান বেপারীর ছেলে। তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

মামলার বরাতে তিনি জানান, ওই গৃহবধূ বুধবার দুপুরে স্বামীর বাড়ি থেকে ভদ্রাসন ইউনিয়নের তালুকদারকান্দি গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। 

ভদ্রাসনের সরদারকান্দি গ্রামের রাস্তা অতিক্রমের সময় চুন্নু তার পথ আটকে হত্যার ভয় দেখিয়ে পাশের একটি আখ ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় চুন্নু। 

এরপর স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানোর পরমর্শ দেন।