প্রতারক চক্রের হামলায় গৃহবধূ নিহত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রতারক চক্রের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2018, 02:43 PM
Updated : 24 July 2018, 02:43 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার পারুলিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান।

নিহত ফতেমা বেগম (৬০) দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আজিবর রহমানের স্ত্রী।

এ ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

এরা হলেন আশাশুনি উপজেলার শ্রীকলস গ্রামের সাঈদ মোল্যার ছেলে সাইদুল ইসলাম (৩২) ও তার স্ত্রী আমেনা খাতুন (২৫)।

ওসি মান্নান আলী বলেন, সিলেটের মাজারের মাটি দেওয়ার নাম করে ফতেমা বেগমের বাড়িতে হাজির হয় প্রতারক চক্র। এ সময় তারা ফতেমাকে ১০০ গজ দূর থেকে এক মুঠো মাটি আনতে বলে।

“তাকে মাটি আনতে পাঠিয়ে তারা ঘরে প্রবেশ করে টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ফতেমা ফিরে এসে তাদের বাধা দিলে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানান তিনি।

নিহতের ভাতিজা হাফিজুল ইসলাম বলেন, পরে প্রতারক চক্রটিকে ধাওয়া করে আশাশুনির হাজিপুর এলাকা থেকে দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।