যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

জয়পুরহাটের কালাইয়ে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2018, 02:01 PM
Updated : 3 June 2018, 02:01 PM

উপজেলার বানদিঘি গ্রাম থেকে শনিবার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান।

নিহত নুরুন্নাহার (২৬) ওই গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী।

এ ঘটনায় রাতেই ওই গৃহবধূর বাবা একই উপজেলার চেচুরিয়া গ্রামের আব্দুর নুর হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

আব্দুর নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় বছর আগে মাহমুদুল হাসানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই তাকে মারধর করত।

“একই কারণে শনিবার রাতে মারধর ও শ্বাসরোধে নূরুন্নাহারকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে তার স্বামী।”

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর বিকালে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অচিরেই দোষীদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।