স্নাতক পরীক্ষা শনিবার, প্রবেশপত্র পাননি ২৩ জন

স্নাতক প্রথমবর্ষের পরীক্ষা শুরুর একদিন আগেও প্রবেশপত্র হাতে পাননি কুড়িগ্রামের রৌমারী ডিগ্রি কলেজের ২৩ জন পরীক্ষার্থী।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 05:14 PM
Updated : 11 May 2018, 05:14 PM

শনিবার শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (পাশ) প্রথম বর্ষের পরীক্ষা।

বিষয়টি জানিয়ে শুক্রবার কয়েকজন পরীক্ষার্থীরা রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

পরীক্ষার্থীদের মধ্যে রোজিনা, ইসমাইল, জেসমিন, মোসলিমা, শফিকুল ইসলাম, ইসমান, সাগর ও রফিক জানান, কলেজের সকল প্রকার পাওনা টাকা ও কাগজপত্র স্বাক্ষর করাসহ ফরম পূরণ করেছেন তারা। ফরম পূরণে চাহিদা মতো নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্তি টাকাও দিতে হয়েছিল তাদের।

কিন্তু কলেজ কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তাদের প্রবেশপত্র আসেনি বলে জানিয়ে দেয়।

পরীক্ষার্থী শফিকুল ইসলাম ও সাগর চন্দ্র কর্মকার বলেন, তাদের কাছ থেকে জনপ্রতি ফরম পূরণ বাবদ ৩ থেকে ৫ হাজার টাকা করে আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ। ওই টাকা পরিশোধ করে ফরম পূরণও করা হয়। তারা বলেন, বৃহস্পতিবার (১০ মে) প্রবেশপত্রের জন্যে কলেজে গেলে দায়িত্বরত অফিস সহকারী আলী হোসেন তাদের প্রবেশপত্র আসেনি বলে জানান।

এ ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ মজিবর রহমানের কাছে প্রবেশপত্র না আসার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ করেন শপিকুল ও সাগর।

১০ পরীক্ষার্থীর প্রবেশপত্র আসেনি জানিয়ে উপাধ্যক্ষ মজিবর রহমান বলেন, “প্রবেশপত্র কেন আসেনি তা আমরা জানি না।”

রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলামের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, “নয় জন শিক্ষার্থী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়েছি। তারা ২৩ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পাননি বলে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা তিন জনের প্রবেশপত্র আসেনি বলে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”