পটুয়াখালীতে দুইপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে দুইপক্ষের সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত আটজন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 11:09 AM
Updated : 21 April 2018, 11:09 AM

শনিবার দুপুরে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পটুয়াখালী সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান।

নিহত মো. রফিক হাওলাদার (৪৫) নওমালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের পর সাতজনকে আটক করেছে পুলিশ।

এএসপি ফারুক বলেন, নওমালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের লোকজন কয়েক দিন আগে নগরের হাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাসের কামাল বিশ্বাসের এক সমর্থকে মারধর করে। ঘটনার পর চেয়ারম্যান শাহাজাদা ও তার সহযোগীররা এলাকার বাইরে ছিলেন।

“শনিবার দুপুরে চেয়ারম্যান তার দলবল নিয়ে এলাকায় যাওয়া সময় কামাল বিশ্বাসের সমর্থকরা পেছন থেকে ধাওয়া করলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ইটের শাহাজাদা সমর্থক রফিক গুরুতর আহত হয়েছ।”

তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রফিকের মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।