ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিক নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে ‘বিষাক্ত গ্যাসে’ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 12:24 PM
Updated : 20 April 2018, 12:26 PM

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ মারনুশ জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন – আলফাডাঙ্গা উপজেলার ভাটপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে শহিদুল (৩৫) ও বোয়ালমারী উপজেলার আখালীপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলম (২৫)।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শুক্রবার আলফাডাঙ্গা উপজেলার চাঁদড়া গ্রামে প্রদ্যুৎ কুমার সাহার বাড়িতে সেফটি ট্যাংকে কাজ করতে যান ওই শ্রমিকরা। প্রথমে একজন ভেতরে নামেন। তার সাড়া না পেয়ে আরেকজন নামেন। তারও সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন।

মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসক মারনুশ বলেন, “এক মাস আগে নির্মিত ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”