স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক  

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জে এক নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 02:43 PM
Updated : 6 March 2018, 02:43 PM

মঙ্গলবার বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

দগ্ধ সোনিয়া খাতুনকে (২৪) এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনিয়া ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং শাহজাদপুর উপজেলার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

সোনিয়ার খালা মোমেনা খাতুন বলেন, পাঁচ বছর আগে তাঁত শ্রমিক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে অসংখ্যবার দেন-দরবারও হয়েছে।

“এরই জের ধরে মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর হোসেন কৌশলে তার স্ত্রীকে এনায়েতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার পাশের গলিতে ডেকে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।”

মোমেনা জানান, তখন সোনিয়ার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তার পুরো মুখমন্ডল থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে বলে তিনি জানান।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক রয়েছেন। এ ঘটনায়  মামলার প্রস্তুতি চলছে।