চাঁদপুরে কলেজছাত্র হত্যায় দুই বন্ধুর মৃত্যুদণ্ড

চাঁদপুরে কলেজছাত্র আল আমিন সজল হত্যা মামলায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 11:09 AM
Updated : 29 Jan 2018, 11:14 AM

সোমবার বিকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁদপুর সদর উপজেলার উত্তর রালদিয়া গ্রামের বকাউল বাড়ির মানিক গাজীর ছেলে হাবিবুর রহমান নিশান (২৩) ও একই বাড়ির বাবুল বকাউলের ছেলে নাজমুল ইসলাম বেপারী সুমন (২২)।

মৃত্যুদণ্ডের পাশাপাশি সজলকে হত্যার পর তার দুটি মোবাইল ফোন চুরির অপরাধে আদালত দুজনকেই তিন বছর করে কারাদণ্ড দিয়েছে বলে পিপি মো. আমান উল্যাহ জানান।

সজল চাঁদপুর শহরের বিপনবাগ এলাকার মির্জা মো. অজি উল্যাহর ছেলে। শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজের স্নাতক সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০১২ সালের ৩১ অক্টোবর দুপুরে ফোন করে সজলকে বাসা থেকে ডেকে নেয় বন্ধুরা। তারপর আর ফিরে না আসায় পরদিন সদলের বাবা চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরও তাকে খুঁজে না পাওয়ায় ২ নভেম্বর থানায় লিখিত অভিযোগ করেন।

“অভিযোগ পাওয়ার পর পুলিশ নিশানকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রালদিয়া গ্রামের একটি বাগান থেকে সজলের মাটিচাপা লাশ পাওয়া যায়।”

নেশার টাকার জন্য গলায় রশি পেঁচিয়ে সজলকে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকারোক্তিতে জানায় তারা।

তদন্ত শেষে ২০১৩ সালের ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি বলেন, আসামিরা অপরাধ স্বীকার করায় হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং মোবাইল চুরির দায়ে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।