ফেলানী হত্যা: ভারতের আদালতে হলো রিটের শুনানি

বিএসএফের গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানী হত্যার বিচারে ভারতের সুপ্রিম কোর্টে করা দুটি রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 02:49 PM
Updated : 18 Jan 2018, 02:56 PM

ফেলানীর বাবার আইন সহায়তাকারী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন জানান, বৃহস্পতিবার ভারতের উচ্চ আদালতে এ মামলার শুনানি হয়েছে।

“পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে হলফনামা দাখিলের জন্য তিন সপ্তাহের সময় দেয় আদালত।”

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় ভারতের ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। এরপর তার মরদেহ কাঁটাতারে ঝুলে থাকে আরও চার ঘণ্টা।

ঝুলে থাকা লাশের ছবি দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক সমালোচনা করে।

ওই সময় বিজিবির দাবির মুখে ২০১৩ সালের ১৩ অগাস্ট ভারতের কোচবিহারের বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। ফেলানীর বাবা নুরুল ইসলাম সেখানে গিয়ে দুদফা সাক্ষ্য দিয়ে আসেন। ওই বছরের ৬ সেপ্টেম্বর বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত।

বিজিবি এ রায় পুনর্বিবেচনার আবেদন করলে পুনর্বিচারের ব্যবস্থা হয়। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনর্বিচারে আবার অমিয় ঘোষকে খালাস দেয় বিশেষ আদালত।

এরপর ২০১৫ সালে ভারতের উচ্চ আদালতে রিট করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম।