বান্দরবানে ইউপিডিএফ নেতা আটক

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বান্দরবানে ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 07:35 AM
Updated : 17 Jan 2018, 07:44 AM

বুধবার সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডার মশিউর রহমান এ কথা জানান।

ইউপিডিএফ নেতা ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার বাড়ি বান্দরবান শহরের বালাঘাটায়। তিনি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

কমান্ডার মশিউর বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভিন্ন সময়ে গোপন বৈঠক করেছেন ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা। পার্বত্যাঞ্চলে অপ্রীতিকর ঘটনা রোধে মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি থেকে তাকে আটক করে। “

ছোটনকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

ছোটনকে ‘অক্ষত অবস্থায়’ মুক্তির দাবি জানিয়েছে তার দল ইউপিডিএফ।

বুধবার দলটির সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিকে বরা হয়েছে, “কোন ধরনের আইনি প্রক্রিয়া ছাড়া জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটকের ঘটনা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের চরম লঙ্ঘন এবং রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছ অপব্যবহার।”