পিরোজপুরে করাত কলে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানিতে করাত কলে কাটা পড়ে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 12:39 PM
Updated : 15 Jan 2018, 12:39 PM

সোমবার দুপুরে উপজেলার বটতলা এলাকায় ভাই ভাই করাত কলে এ ঘটনা ঘটে বলে ইন্দুরকানি থানার ওসি নাসির উদ্দিন জানান।

নিহত মো. আবুল কালাম আজাদ (৫০) উপজেলার বালিপাড়া ক্বিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। বালিপাড়া ইউনিয়নে খোলপটুয়া গ্রামের মো. মোসলেম আকনের ছেলে তিনি।

করাত কলের মালিক স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, দুপুরে আবুল কালাম আজাদ মাদ্রাসার জন্য বটতলা এলাকায় ভাই ভাই করাত কলে গাছ কাটাতে যান। এ সময় মিল শ্রমিকদের সঙ্গে তিনিও গাছ ধরে টেবিলের ওপর তোলার সময় তার পরনের লুঙ্গি করাতের সঙ্গে পেঁচিয়ে যায়।

“এতে তার পাঁজর থেকে ঘাড় পর্যন্ত করাতে কেটে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বালিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি নাসির বলেন, আবুল কালামের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।