দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চলতি শীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 11:19 AM
Updated : 4 Jan 2018, 11:20 AM

বৃহস্পতিবার জেলার তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ সামাদুল হক জানান।

বুধবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা সর্বনিম্ন ছিল।

সামাদুল হক বলেন, বুধ ও বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়। যা শুধু দেশের নয় চলতি শীত মৌসুমে এখনও সর্বনিম্ন।

সামনে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়া কর্মকর্তা।

বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি জেলায়। শীতের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে শীতার্তদের।

দিনমজুর হামিদুল হাসান বলেন, “খুব জার (শীত) পড়ছে। শীতে বের হতি পরিচিনে। তারপরও কাজ না করলি খাবো কি। তাইতো ভোরে কাজ খুঁজতে এসেচি।”