বরগুনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নির্বাচনকে কেন্দ্র করে একটি হত্যা চেষ্টা মামলায় বরগুনায় এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।    

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2017, 11:18 AM
Updated : 30 Nov 2017, 11:18 AM

বরগুনার জেষ্ঠ বিচারিক হাকিম মো. হুমায়ূন কবীর বৃহস্পতিবার এ আদেশ দেন।

আসামি একে এম নুরুল হক আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আমতলী থানার ওসি মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, নুরুল হক বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে এ মামলায় জামিন আবেদন করেন। বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবররণে বলা হয়, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে ২০১৬ সালের ২১ মার্চ সকালে উত্তর ঘোপখালী এলাকায় চারজনকে দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন নুরুল হক ও তার সহযোগীরা।

সেদিন রাতে আড়পাঙ্গাশিয়া গ্রামের মো. সুলতান আহমেদ বাদী হয়ে নুরুল হককে প্রধান আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আমতলী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

ওই মামলায় পুলিশ নুরুলসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।