ভোলায় বাঁধ ভেঙে প্লাবন, নিখোঁজ ৩ 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার মনপুরায় বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। নিখোঁজ হয়েছেন এখানকার তিন বাসিন্দা।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2017, 01:23 PM
Updated : 21 Oct 2017, 01:23 PM

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার এ কথা জানান। 

স্থল নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে বৃষ্টি ঝরছে প্রায় সারাদেশে। শনিবার দিনভরও তা অব্যাহত ছিল।এ কারণে ভোলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শনিবার বেলা ৩টায় দিকে উপজেলার চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরদোন এলাকার নবনির্মিত বেড়িবাঁধটি চারটি স্পটে ভেঙে গেছে। 

“এতে পূর্ব সোনারচর গ্রাম, নাইবেরহাট, পশ্চিম সোনারচর, চরজ্ঞান, পূর্বকুলাগাজীর তালুক, কলাতলীচর ও চরনিজাম গ্রাম প্লাবিত হয়েছে। পূর্ব সোনারচর গ্রামের একটি ঘরসহ তিন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।”

কয়েকটি ট্রলার দিয়ে তাদের সন্ধান চালানো হয়েছে। পুরো বিষয়টি জেলা প্রশাসকে জানানো হয়েছে বলে জানান তিনি।

নিখোঁজরা হলেন, ইলিয়াস, রুহুল আমিন ও রাহাত।

পানি উন্নয়ন বোর্ডের মনপুরার উপসহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, “নতুন বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি। দ্রুত বেড়িবাঁধটি সংস্কার করা হবে।”