সারা দেশে বোমা হামলা: মৌলভীবাজারে জেএমবি নেতার যাবজ্জীবন

২০০৫ সালে সারা দেশে একযোগে বোমা হামলায় মৌলভীবাজারের এক জেএমবি নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 09:28 AM
Updated : 15 Oct 2017, 09:59 AM

রোববার দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান পিপি এস এম আজাদুর রহমান।

দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন (৪২) নেত্রকোণার বালিঝুড়ি গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে। তিনি জেএমবির মৌলভীবাজার অঞ্চলের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন পিপি।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিন আসামিকে আদালত খালাস দিয়েছে বলে জানান তিনি।

২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি। এর অংশ হিসেবে এসব জেলার ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা।

মামলার বরাত দিয়ে পিপি আজাদুর জানান, ওই দিন মৌলভীবাজার কুসুমবাগ এলাকার মধুবন হোটেলের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় কামাল উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০০৬ সালে মামলাটি জেলা জজ ও বিশেষ ক্ষমতা আইনে স্থানান্তরিত হয়।

দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত এ রায় দেয় বলে জানান তিনি।